চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় , সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ মোস্তফা কামালের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিঃ) এস.এম. দিদারুল ইসলাম সিকদার এর নেতৃত্বে, টিম-২২ এর সদস্যরা ২৮/০৮/২০২৩ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আকবরশাহ থানাধীন সিটি গেইট মোড়স্থ আকবরশাহ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা সহ মোঃ আব্দুর রশিদ জাম্বু ও মোঃ সেলিমকে গ্রেফতার করেন।
গ্রেফতার কৃত ব্যক্তিরা জব্দকৃত গাঁজা গুলো চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা এলাকার বিভিন্ন পাইকারী মাদক ব্যবসায়ীদের নিকট থেকে কম দামে সংগ্রহ করে চট্টগ্রাম ও কক্সবাজারের খুচরা বিক্রেতাদের নিকট বেশি দামে বিক্রয় করে থাকে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

