চট্টগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত মান্যবর পুলিশ কমিশনার।



চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ঃ

মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) অ্যাডিশনাল আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৪ নগরীর দামপাড়া পুলিশ লাইনস সদর দপ্তরে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সেখানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব সালাউদ্দিন মো. রেজা ও সম্মানিত সাধারণ সম্পাদক জনাব দেব দুলাল ভৌমিকসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


এছাড়াও দৈনিক আজাদীর সম্পাদক জনাব এম এ মালেক, মহানগর কমিউনিটি পুলিশিং সেল চট্টগ্রাম এর সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মান্যবর সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজি) জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.