সীতাকুণ্ডে ৪৫ জন ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল হস্তান্তর




আবদুল মামুন,সীতাকুণ্ড 

আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে চট্টগ্রামের সীতাকুণ্ডে
৪৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমিসহ ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে। এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে এসব জমি ও ঘর হস্তান্তর প্রক্রিয়া আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মঙ্গলবার (১১ জুন) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে জমির দলিল হস্তান্তরের শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। এসময় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন, যাদের কোন জমি নেই, নিজস্ব ঘর নেই তাদেরকে দুই শতাংশ করে জমি দেওয়া হচ্ছে। শুধু তাই নয় জমির পাশাপাশি তাদেরকে ঘর করে দেওয়া হচ্ছে। সমগ্র বাংলাদেশে প্রায় নয় লক্ষ গৃহহীন ছিল সেই নয় লক্ষ গৃহহীনদের জমিসহ গৃহনির্মাণ করে দেওয়া প্রায় শেষ পর্যায়ে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ৪৯৪ টি উপজেলার মধ্যে ৪৬৪ টি উপজেলা আজ থেকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে, এটা কিন্তু একটা অনন্য মাইলফলক। বিশ্বের অনেক ধনী দেশ, উন্নত দেশ কিন্তু এ কাজটি করতে পারেনি। পৃথিবীর দু-একটি দেশে তারা যে কাজটি করেছে স্বল্প সুদে সরকার ভূমিহীন ও গৃহহীনদের ঘর করে দিয়েছে কিন্তু যাকে ঘর করে দিয়েছে তাকেও কিন্তু টাকা দিতে হয়েছে। দীর্ঘ মেয়াদী লোন নিয়ে এই ঘর বুঝে নিয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর যে উপহার বিনামূল্যে আপনারা পেয়েছেন। বিশেষ করে যারা আমাদের নারীরা রয়েছেন আপনারা দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কতটাই আপনাদের নিয়ে ভাবেন। আপনাদেরকে যে জমির দলিল দেওয়া হচ্ছে সেখানে আপনার স্বামীর পাশাপাশি আপনারও যৌথ মালিকানা রয়েছে। এটি কিন্তু ইতিহাসে কোথাও নজির নেই। মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের পক্ষ থেকে সরকার আপনাদেরকে যা করে দিয়েছে এখন আপনাদের দায়িত্ব হচ্ছে দেশকে নাগরিক হিসেবে যে কর্তব্য রয়েছে সেগুলোর প্রতিদান দেওয়ার। আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তাদেরকে স্কুলে পাঠাবেন। উপজেলা সমাজ সেবা অফিসার লুৎফন নেছা বেগমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি, বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যবৃন্দ এবং উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রমুখ।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.