চট্টগ্রাম জেলায় তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি হলেন কামাল উদ্দিন পিপিএম




আবদুল মামুন,সীতাকুণ্ড-


সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ কামাল উদ্দিন পিপিএম চট্টগ্রাম জেলায় তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরষ্কার অর্জন করেছেন। আইন-শৃঙ্খলা রক্ষা, কিশোরগ্যাং দমন, আত্মহত্যা প্রবণতা রোধে সচেতনতামূলক সভা, মাদক চোরা-চালান, নাশকতা প্রতিরোধ, অস্ত্র উদ্ধার, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাস দমনসহ অন্যান্য কাজের স্বীকৃতিস্বরুপ এ পুরষ্কার অর্জন করেন। 
রবিবার (২ জুন) চট্টগ্রাম পুলিশ লাইন্স-এ মাসিক কল্যাণ সভায় জেলার অন্যান্য উপজেলার পুলিশী কার্যক্রম পর্যালোচনা করে পুলিশ সুপার (এসপি) এস. এম. শফিউল্লাহ্ বিপিএম তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এর আগে গত জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে পর পর দুবার ১৭টি থানার মধ্যে পুলিশী সেবা কার্যক্রম পর্যালোচনা করে তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরষ্কৃত করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) (প্রশাসন ও অর্থ) কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) সুদীপ্ত সরকার পিপিএমসহ সহকারী পুলিশ সুপারবৃন্দ, সকল সার্কেল ও অফিসার ইনচার্জবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইচনার্জ (ওসি) কামাল উদ্দিন পিপিএম বলেন, যেকোনো পুরষ্কার ভালো কাজের গতি বাড়ায়। আমাকে এ পুরষ্কারে মনোনীত করায় চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্ বিপিএম মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি এ অঞ্চলের মানুষের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা এগিয়ে নিতে সকলের সহযোগীতা চাই। উল্লেখ্য যে, সীতাকুণ্ড মডেল থানায় কর্মরত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন পিপিএম ২০০৮ সালের ৯ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি একই পদে রিজার্ভ অফিস চট্টগ্রাম জেলা ও বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন শেষে ২০১৬ সালের ১২ ডিসেম্বর অফিসার ইনচার্জ (ওসি) পদে পদোন্নতি পেয়ে পুলিশ সুপারের কার্যালয় চট্টগ্রাম, সিএমপি চট্টগ্রাম উত্তর বিভাগ, পুলিশ কমিশনারের কার্যালয় সিএমপি চট্টগ্রাম, পটিয়া থানা, ব্রাহ্মণবাড়ীয়া জেলা পুলিশ লাইন্স, পুলিশ ব্যুরো অব ইভেস্টিগেশন পিবিআই হেডকোয়ার্টাস, বাঁশখালী থানায় দায়িত্ব পালন শেষে ২০২৩ সালের ডিসেম্বরে সীতাকুণ্ড মডেল থানায় যোগদান করেন।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.