নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
আমিরিকা প্রবাসী দিল আফরোজ ও মোঃ নজরুল ইসলাম এর অর্থায়নে করোনাকালিন দুর্যোগে কুড়িগ্রামের চর এলাকায় শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী সহ সহস্রাধিক নারী পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।
শনিবার সকালে কুড়িগ্রাম স্টোডিয়াম মাঠে স্বাস্থ্য বিধি মেনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
বস্ত্র বিতরণে সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি'র সভাপতিতে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাফিজুর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু প্রমূখ।

