মোঃ সাহাব উদ্দিন আহমেদ কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি ঃ মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান প্লান্টেশন এলাকা ৪ দিন নিখোঁজ থাকা মাধবপুর চা বাগানের কিশোরী রেশমা (১৭) গলিত রাশ উদ্ধার।
জানাযায়, গত চার দিন পূর্বে কিশোী রেশমা বাড়ি থিকে নিখোঁজ হয়েছিল। গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে দেওড়াছড়া চা বাগানেনর একটি প্লান্টেশন এলাকা কমলগঞ্জ থানা পুলিশ গলিত এক অঞ্জাত পরিচয় কিশোরীর লাশ উদ্ধার করে। খবর পেয়ে নিহত কিশোরীর ভাই ইরহমদ মিয়া থানায় গিয়ে নিহত কিশোরীর পরনের জামা,গলার লকেট ও পায়ের নুপুর দেখে তার বোনের লাশ শনাক্ত করে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় কিশোরীর গলিত লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে উদ্ধার করে লাশ প্রেরণ করেন। এসময় লাশের ছবি তোলা হলে সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। সেই ছবি দেখেই পরিবার সদস্যরা প্রাথমিক ভাবে লাশটি শনাক্ত করেন। পরে শনিবার বিকেলে মৌলভীবাজার সদর হাসপাতালে গিয়ে চুড়াš Íভাবে লাশটি শনাক্ত করেন পরিবার সদস্য। থানার ওসি আরও বলেন,আপাতত এঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে। পরবর্তীর্তে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

