একজন বিশ্বস্ত সহকর্মীকে হারালাম: প্রধানমন্ত্রী




এস এম কামরুল হক স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে দেওয়া এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ ও সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর অবদান জাতি সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। খবর ইউএনবির 

শওকত আলীর মৃত্যু প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘দেশ এক প্রবীণ জননেতাকে হারালো, আমি হারালাম বঙ্গবন্ধুর আদর্শের একজন বিশ্বস্ত সহকর্মীকে।’

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শওকত আলী লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।

১৯৬৯ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল, তাতে শওকত আলীকেও আসামি করা হয়। আগরতলা মামলার ২৬ নম্বর অভিযুক্ত ছিলেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গে তার একসঙ্গে কারাবাস করার ঐতিহাসিক ঘটনাগুলো শেখ হাসিনা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.