সাব্বির হোসেন শরনখোলা প্রতিনিধি ঃ
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় ধান খেতে কারেন্ট পোকা দমনে উপজেলা কৃষি বিভাগ ব্যপক প্রচার অভিযান শুরু করেছে।
রবিবার সকালে উপজেলার আমড়াগাছিয়া,উত্তরতাফালবাড়ী, দক্ষিণ রাজাপুর, কদমতলা,নলবুনিয়াসহ অন্যান্য এলাকায় পোকা দমনে করনীয় সম্পর্কে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দিন জানান, উপজেলার অল্পবিস্তর এলাকায় কারেন্ট পোকার আক্রমণ দেখা দিলেও তা এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। পোকার খবর পেয়ে উপজেলা কৃষি বিভাগের দায়িত্বরত কর্মকর্তরা অনেক আগে থেকেই গ্রামে গিয়ে কৃষকদেরকে প্রয়োজনীয় ওষুধ প্লেনাম,পাইরাজিন স্প্রেসহ আলোরফাঁদের পরামর্শ দিয়েছে তাতে সুফল পাওয়া গেছে। পোকা দমন হয়েছে বলে ওই কৃষি কর্মকর্তা জানান।

