জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জয়রামপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শালিসি বৈঠকে বসে দু'পক্ষের কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। এসময় উভয় পক্ষের অন্তত ৮ জন গুরুতর আহত হয়। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে গতকাল সোমবার আব্দুর রাজ্জাক মন্ডল বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ একটি জমির মালিকানা নিয়ে উপজেলার জয়রামপুর গ্রামের আবদুল রাজ্জাক মন্ডল গং ও আব্দুল লতিফ মণ্ডল গং এর মধ্যে জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ২১ নভেম্বর বিকেলে শালিস বৈঠক বসলে ওখানেই কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আব্দুল লতিফ মণ্ডলের লোকজন লাঠিসোটা, হাসুয়া, রাম দা, ফালা সহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আব্দুল রাজ্জাক মন্ডলের লোকজনের উপর ঝাপিয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের সময় ফিরোজ আলী (২৪), মোঃ ফারুক (২২), লিলি খাতুন (৪৫), আলমগীর মণ্ডল (২৫), নবী মণ্ডল (৫৫), মোঃ মতিন (১৬),আমিরন বেগম (৫০) গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী উপস্থিত হয়ে সংঘর্ষ থামিয়ে আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।।

