মোঃ আল আমিন চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার সিটি গেস্টহাউস নামের আবাসিক হোটেল থেকে তরিকুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার টেবিলে কীটনাশকের বোতলও পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিটি গেস্ট হাউজের পঞ্চম তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। তরিকুল ১০ নভেম্বর থেকে ওই হোটেলে ছিলেন বলে পুলিশ জানায়। মৃত ২৫ বছর বয়সী এই যুবক বরিশাল জেলার কবির আহমেদের ছেলে। দীর্ঘদিন পরিবারের সাথে সম্পর্কের টানাপোড়ন যাচ্ছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘দুপুরে খবর পেয়ে সিটি গেস্ট হাউজের পঞ্চম তলা থেকে তরিকুল ইসলামের লাশ উদ্ধার করে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

