সাদ্দাম হোসেন মুন্না নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ১১৩ বোতল ফেন্সিডিলসহ মেহেদী (২২) নামে এক মাদক কারবারী কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে ফতুল্লার ধর্মগঞ্জ গুদারাঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মেহেদী ফতুল্লার ধর্মগঞ্জ গুদারাঘাট এলাকার বিল্লালের ছেলে।এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রওশন ফেরদৌস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মগঞ্জ গুদারাঘাট এলাকা থেকে ফেন্সিডিলসহ অটোরিকশায় যাওয়ার পথে মেহেদী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।এ ব্যাপারে মেহেদীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

