নিউজ ডেস্কঃ
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিনিধি শিমুল কর এর উপর এক দল সন্ত্রাসীরা হামলা করে।
জানা যায় ফেঞ্চুগঞ্জে ট্রাক স্ট্যান্ডে সাংবাদিক শিমুল কর এর মামা নাম(কাজল)একটা ছোট দোকান আছে।
ঠিক সন্ধায়,গ্রাম কচুয়া বহর সাবলু নামের একজন এসে শিমুলের খুজ নেয়।তার পর তার মামা বলে সে এখন কাজে আছে। এটা বলতে না বলতে শিমুল ছিলেন দোকানের পাশে হাঠাৎ করে ১০-১২ জন লাটি,রুল আরও যাবতীয় জিনিস পত্র দিয়ে আক্রমণ করে।
আমরা জানতে পারি,ঘটনা চলা কালীন ট্রাক সমিতির বড় নেতারা ছিলেন কেউ ধরে নি।যখন শিমুল দৌড়ে শাহজালাল ফার্টিলাইজারের এক নাম্বার গেইটের কেমেরার সামনে যেতে চান,তখন সন্ত্রাসী রুহুল আমিন ও তার ছোটু ভাই আলামিন,রাসেল,অন্যদের চিনতে পারেন নি।তারা দৌড়ে মারধর করে।
আমরা জানতে পারি সম্পূর্ণ ঘটনাটি পরিকল্পনা করে হয়েছে।হঠাৎ করে সন্ত্রাসীরা আক্রমণ ও ট্রাক সমিতির নেতাদের সামনে মেরেছে।মারার পর গিয়ে ধরেছে। আমরা জানতে পারি সন্ত্রাসীরা বলেছে তাদের উপর থেকে অডার এসে সাংবাদিক শিমুলকে হত্যা করার জন্য।অবশেষে শিমুলের মোবাইল টাকা ও তার মামার দোকান লুটপাট করে নিয়ে যায়।এই ঘটনার পূর্বে রাত শিমুল কর এর বাড়িতে এসে সন্ত্রাসীরা হামলা ও মহিলাদের সাথে ঘরে ঢুকে রাখাপ আচরণ করে বলে জানা যায়।

