কুলিয়ারচরে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন
কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১ টার দিকে কুলিয়ারচর পৌর এলাকার দোয়ারিয়া ইয়াকুব মিয়ার মসজিদ হইতে সোহেল মিয়ার বাড়ী পর্যন্ত সিসি রাস্তার কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পৌরসভার সহকারি প্রকৌশলী আশিকুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব কারার দিদারুল মতিন, মেসার্স বীথি এন্টারপ্রাইজ এর ঠিকাদার মো. বদিউল আলম নাঈম, পৌরসভার সংরক্ষিত ৭, ৮ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ইভা বেগম, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হারিছ উদ্দিন, সাবেক কমিশনার মো. কুদরত আলী, সমাজ সেবক সোহেল আরমান, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও মোছা. নিলুফা আক্তার নীলা প্রমূখ।
জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরের এডিপির অর্থায়নে ৮ লক্ষ ২১ হাজার টাকা ব্যয়ে ১৬৮ মিটার ওই রাস্তাটি নির্মাণ কাজের দায়িত্ব পান ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এম.আর ট্রেডার্স এর স্বত্তাধিকারী মো. মাহবুবুর রহমান ছোটন।

