মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভোক্তা অধিকারের বিশেষ অভিযানে দুই খাবার হোটেলে ১৭ হাজার টাকা জরিমারা করা হয়েছে।
ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে রবিবার (২৯ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক অভিযান চালিয়ে কুলিয়ারচর বাজারে এরাবিয়ান তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টেকে বাসি খাবার সংরক্ষণ ও ফ্রিজে কাঁচা মাছ ও মাংসের সাথে রান্না করা তরকারি রাখার অপরাধে ৪৩ ও ৪৫ ধারায় ১৫ হাজার টাকা ও কমল রেস্টুরেন্টকে নোংরা পরিবেশে খাবার রাখা ও খাবার তালিকা না থাকার কারণে ৩৭ ধারায় ২ হাজার টাকা জরিমানা করেন ।
এই সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আবুল কাসেম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সাথে ছিলেন।

