এখন থেকে জিডি করুন 'আমাদের' পয়সায়



সুৃমনসেন চট্টগ্রাম প্রতিনিধি-

আমার দায়িত্বাধীন চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া ও রাউজান থানায় আমরা  আমাদের নিজস্ব খরচে আপনার জন্য জিডির ফর্মের ব্যবস্থা করেছি। ডিউটি অফিসারের কাছ থেকে বিনামূল্যে সেই ফর্ম সংগ্রহ করে পূরণ করার মাধ্যমে সহজেই আপনি জিডি করতে পারবেন। দয়া করে বাইরের কম্পিউটার দোকানে আপনার কষ্টার্জিত ৫০/১০০/৫০০ টাকা খরচ করে জিডির আবেদন লিখে আনবেন না। শুধু তাই নয়, মুক্তিযোদ্ধা, নারী, সিনিয়র সিটিজেন এবং প্রতিবন্ধীদের ফর্ম পূরণ করে দিবেন ডিউটি অফিসার নিজেই। চা-নাস্তার খরচ চেয়ে আপনাকে কেউ হয়রানি তো করবেই না, উল্টো আপ্যায়ন হিসেবে আপনাকে দেওয়া হবে একটি চকলেট।

এসব কিছুর বিনিময়ে আপনার নিকট একটা অনুরোধই রাখব- কেউ যদি বলে, থানায় জিডি করতে গেলে তো পুলিশকে খরচাপাতি দিতে হয়;  মুখের উপর তাকে বলে দিবেন, পুলিশকে পয়সা তো দেওয়া লাগেই না, উল্টো এখন রাঙ্গুনিয়া ও রাউজানে জিডি করা যায় পুলিশেরই খরচে।

সেবা নিন পুলিশের। আস্থা রাখুন পুলিশে।

Md. Anwar Hossan (Shamim Anwar)
এএসপি ( রাঙ্গুনিয়া সার্কেল)।
চট্টগ্রাম জেলা পুলিশ।

সেবার ব্রতে দেশ ও জাতির কল্যাণে অর্পিত দায়িত্ব পালনে শতভাগ সফলতা অর্জন করুক বাংলাদেশ পুলিশ।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.