মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর //
টঙ্গীতে বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক শাখা, ও লিগ্যাল এইড উপ পরিষদ টঙ্গী সাংগঠনিক শাখার যৌথ উদ্যোগে। ধর্ষণ ও যৌন নিপীড়ন মানবতাবিরোধী অপরাধ আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ পালন উপলক্ষে। নারী অধিকার বিষয়ক শীর্ষক আলোচনা গতকাল বুধবার বিকেলে টঙ্গী প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক শাখার সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক রিতা রানী ব্রক্ষ্ম পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার, টঙ্গী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা কামাল হুমায়ুন হিমু, বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক শাখার সাধারণ সম্পাদক জাহান আরা বেগম, মন্নু টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.স.ম জাকারিয়া, ডা: নয়ন পাটোয়ারী, নূরজাহান বেগম, নাট্যভূমি দলপ্রধান শাহজাহান শোভন, সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল, মুক্তা আক্তার প্রমুখ।
বক্তারা সমাজে নারী নির্যাতন প্রতিরোধে গণসচেতনতা এবং ধর্ষণের বিচার হওয়া উচিত বিশেষ টাইব্যুনালে। ধর্ষণ বন্ধে রাষ্ট্রীয় পর্যায়ে শক্ত অবস্থান নেয়া প্রয়োজন এবং আইনী কাঠামোতে প্রতিফলন জরুরী। নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচার বিশেষ টাইব্যুনাল করছেন। সেখানেও ধর্ষণের বিচার আলাদাভাবে নজর দিতে হবে এবং আরো দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এবং নারী ও কন্যা শিশু নির্যাতন বিরোধী সংস্কৃতিক গড়ে তুলার আহ্বান জানান।

