সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ‘নদী হবে প্রবহমান, দখল ও দূষণমুক্ত’ –এই স্লোগান কে সামনে রেখে ১৫তম নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।আজ বিকেল তিনটায় সিরাজগঞ্জ এনায়েতপুরে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বজলুর রশীদের উপস্থিতিতে এ আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ভাবেও দিবসটি উদযাপন করে। নদী দখল দুষন ও নাব্যতা রক্ষায় ২০০৪ সালের ২৫শে নভেম্বর নদী বাঁচাও আন্দোলন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই নদী রক্ষায় বিভিন্ন সুপারিশ কের আসছে নদী বাঁচাও আন্দোলন। সংগঠনটির দীর্ঘ মেয়াদীর পাশাপাশি স্বল্প মেয়াদি সুপারিশের মধ্যে রয়েছে- নদী-নালা, খাল-বিল, পুকুর-কৃত্রিম লেক, সমুদ্র সৈকতে ইঞ্জিন চালিত নৌকার পোড়া মবিল, তৈল, গৃহবর্জ্য, শহর, হাট-বাজার ও রাস্তা-ঘাটের ময়লা-আবর্জনা, প্লাস্টিক বোতল, পলিথিন ইত্যাদি ফেলা বন্ধকল্পে আইনগত পদক্ষেপ এবং জনসচেতনতা মূলক ব্যবস্থা গ্রহণ করা।
এ সময় উপস্থিত ছিলেন, নদী বাঁচাও আন্দোলন এনায়েতপুর থানা ও শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি শেখ শামীম ও ফারুক রেজা, এনায়েতপুর থানা ইয়ূথ ফোরামের সহসভাপতি ও একুশে টেলিভিশনের উপস্থাপক জনাব ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, ,সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, নদীযোদ্ধা শিল্পী মোশারফ হোসেন, আব্দুর রহিম, উজ্জল হোসেন হিমু, লোকমান হোসেন, আব্দুল মোমেন, হাবিবুর রহমান প্রমূখ।

