এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ
সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।
আজ (সোমবার) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ( সি এম এইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
সোমবার ১৬ নভেম্বর বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, কর্নেল (অব.) শওকত আলী মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকালে ২নং সেক্টরের সাব - সেক্টরের কমান্ডার ও প্রশিক্ষণ কর্মকর্তা ছিলেন। ষাটের দশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের নেতৃত্বে গঠিত বিপ্লবী পরিষদের সদস্য শওকত আলী আগরতলা ষড়যন্ত্র মামলার ২৬ নং আসামি ছিলেন।মহান মুক্তিযুদ্ধে ও সংসদীয় গণতন্ত্রে শওকত আলীর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে, তা সহসাই পূরণ হবার নয়।
বিরোধীদলীয় নেতা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এস.এম জামাল উদ্দিন শামীম
০১৭২২-৩১৯০৬৭
ময়মনসিংহ।

