পটিয়া অটো-টেম্পো শ্রমিক কল্যাণ সমবায় সমিতির মৃত্যুর দাবি নগদ অর্থ প্রদান




সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ- চট্টগ্রামের পটিয়া অটো, টেম্পো, টেক্সি, সিএনজি, রাভী, টাটা, এইচ, মাহিন্দ্র পরিবহন শ্রমিক কল্যাণ সমবায় সমিতির রেজিঃ নং ৭৩৫০/৩১০ এর  উদ্যেগে ১৬ নভেম্বর সোমবার  সকালে  সমিতির ১৮৩০নং কার্ড সদস্য মোঃ  

ছালা উদ্দীন  অকাল মৃত্যুতে তার নমিনীর মৃত্যুর দাবি তার স্ত্রী শারমিন আকতার আকতার হাতে নগদ ১৫ হাজার  টাকা তুলে দেন সমিতির সভাপতি মোঃ বদিউল আলম। এসময় উপস্থিত ছিলেন সমিতির      সাধারণ সম্পাদক বদিউল আলম (হিরু), দৈনিক জনতা সাংবাদিক সেলিম চৌধুরী, সংগঠনের  সহ সভাপতি লোক মান বাছা , সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ,প্রচার সম্পাদক  বেলাল, সদস্য যথাক্রমে মোঃ জামাল উদ্দীন, আলী আকবর, বদিউল আলম,আবুল হোসেন, বেলাল,মোঃ রফিক,হিসাবরক্ষক কে এম আমজাদ হোসেন প্রমুখ


সেলিম চৌধুরী  

পটিয়া চট্টগ্রাম 

০১৮১৯৩৪৯৪৪২
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.