সাব্বির হোসেন শরনখোলা প্রতিনিধি ঃ
বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার ১নং ধানসাগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নলবুনিয়া (দক্ষিণ) গ্রামে চলছে প্রকাশে জুয়া খেলা, নিরব ভূমিকা পালন করছে জনপ্রতিনিধিরা। নেওয়া হচ্ছে না কোন ব্যবস্থা।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় গ্রামের ভিতর বিভিন্ন জায়গায় মিলছে জুয়ার রমরমা ব্যবসা।নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানায় স্থানীয় কিছু লোকজন দিনের বেলায় সবার সামনে জুয়ার আসর মিলাচ্ছে তাদেরকে কেউ বাধা দিচ্ছে না, এতে ধংস হচ্ছে এলাকার যুব সমাজ।
এ বেপারে ৩নং ওয়ার্ড এর ইউপি সদস্য জনাব জোসেফ আকনের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে তাদেরকে সতর্ক করা হয়েছে, এর পর আইনয়ানুগ ব্যবস্থা নেয়া হবে।

