পটিয়া পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করবেনহারুনুর রশিদ





সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-  আসন্ন পটিয়া পৌরসভার নির্বাচনে ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে   নির্বাচন নির্বাচন করবেন চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার  আলু ব্যাবসায়ি সমিতির সাবেক  সভাপতি ও সাবেক আড়ত সমিতির সাংগঠনিক সম্পাদক     মোঃ  হারুনুর রশিদ। তিনি পটিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডে ঐতিহ্যবাহি পরিবার মরহুম বোচন আলী সওদাগর ভাতিজা এবং মরহুম হাজী আবদুর রশিদ পুুএ সমাজ সেবক মোঃ হারুনুর রশিদ। দৈনিক ইনফো বাংলা'কে হারুনুর রশিদ জানান, আমার পরিবার সবসময় মানুষের সুখে দুঃখে পাশে ছিল সমাজের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত। তাছাড়া এলাকার জনগণের অনুরোধে মানুষের সেবা করার ব্রত নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করতে সর্বোচ্চ প্রস্তুত রয়েছি।                এছাড়াও সমাজ সেবক মোঃ হারুনুর রশিদের পরিবার     করোনা ভাইরাসে সংক্রমণের  গরীব অসহায় দুস্থদের মাঝে নদদ টাকাসহ খাবার বিতরণ করেন এবং জনসচেততা লক্ষ্য এই পরিবার মাস্ক, সাবান, প্রচারপএ ঔষধ বিতরণ করেন তার পরিবারের সদস্য বিশিষ্ট ব্যাবসায়ি ইনামুল আরফাত জুয়েল। মোঃ হারুনুর রশিদ জানান, আমার পরিবার ব্যাবসায়ি পরিবার। জনগণের সেবা নিশ্চিত করতে তিনি কাউন্সিলর প্রার্থী হচ্ছেন।তাছাড়া   জনগণের সুখে দুঃখের এগিয়ে এসেছেন আমাদের পরিবার সবসময় । তার পাশাপাশি মোঃ হারুনুর রশিদ বিভিন্ন সামাজিক সংগঠনে দায়িত্ব পালন করছেন। দৈনিক ইনফো বাংলা'কে কাউন্সিলর প্রার্থী মোঃ  হারুন রশিদ   জানান, জনগণের অনুরোধে নির্বাচন অংশ নেবেন।তিনি আরোও বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত  এবং জনগনের সাধারন সেবা পেতে হয়রানি মুক্ত করবেন। তিনি    এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন মাদক মুক্ত সমাজ গঠন চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ করার ঘোষণা দিয়ে বলেন,        তিনি কাউন্সিলর নির্বাচিত হলে মাদক, ইয়াবা, গরীব অসহায় মানুষের ভুমি দখল মুক্ত করবেন। পটিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডে কোন অপরাধীর স্থান হবেনা। পটিয়া  পৌর ৬ নং ওয়ার্ডে  নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি  সকলের সহযোগিতা কামনা করেন।                                                     



সেলিম চৌধুরী   

পটিয়া চট্টগ্রাম

০১৮১৯৩৪৯৪৪২

১৯/১১/২০ ইং
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.