চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ০৫ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ০৩ জন



সুমনসেন চট্টগ্রাম প্রতিনিধি-

চন্দনাইশ থানা পুলিশের একটি দল গত ২০/১১/২০২০খ্রি: হতে ২১/১১/২০২০খ্রি: সকাল ০৮.০০ টা পর্যন্ত অভিযান চালিয়ে  ০৫ বছরের সাজা জিআর-১৬৫/১১  পরোয়ানাভূক্ত আসামী মোঃ আনু মিয়া(৫৪), পিতা-মৃত আলী আহাম্মদ, সাং- দোহাজারী ডাকবাংলো,  ননজিআর-১৪৮/২০ এর পরোয়ানাভুক্ত আসামী আবু ছৈয়দ(২৬), পিতা- মৃত নুরুন্নবী, সাং- গাছবাড়ীয়া এবং সিআর-২২৬/১৯ এর পরোয়ানাভুক্ত আসামী ইকবাল হোসেন, পিতা- আবু তাহের,সাং- চর বরমা, সর্ব থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম’দেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.