নুর মোহাম্মদ রামু প্রতিনিধি
বান্দরবান জেলার লামা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্দ্যোগে লামা উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর দেশনায়ক তারেক রহমানের ৫৬ তম জন্মদিন পালন করা হয়েছে । প্রিয় নেতার ৫৬তম শুভ জন্মদিনে দলীয় কার্যালয় সমুহে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পবিত্র কোরআন তেলোয়াত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২১ নভেম্বর) বিকালে লামা উপজেলা বিএনপির কার্যালয়ে ৫৬তম জন্মদিনের দোয়া মাহফিলে তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ দেশবাসীর সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জন্মদিন ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লামা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আমির হোসেন আমু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, বর্তমান শাসকগোষ্ঠি ক্ষমতায় টিকে থাকতে বিএনপির নেতাকর্মী ও জিয়া পরিবারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রাষ্ট্রীয় কোষাগারের টাকা খরচ করে তারা সর্বদা তারেক জিয়ার নামে অপপ্রচারে ব্যস্ত। দেশের সাধারণ জনগণ থেকে জিয়া পরিবারকে দূরে রাখতেই সরকারের এই কূটকৌশল। তারা তারেক রহমানকে দেশান্তরি করে বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে নেতৃত্ব শূন্য করে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু তাদের মিথ্যা স্বপ্ন পুরণ হয়নি বরং তারাই এখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে। বিদেশে চিকিৎসাধীন তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তায় বিএনপি আরো সুসংগঠিত হয়েছে। এই দুঃসময়ে তিনি দলকে পরিচালিত করছেন, সঠিক নেতৃত্ব দিয়ে চলেছেন। তিনি তারেক রহমানের জন্মবার্ষিকীতে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

