সাব্বির হোসেন শরনখোলা (বাগেরহাট) ঃ
বাগেরহাট জেলার শরনখোলা উপজেলায় শীতের শুরুতেই কাচা বাজারের (শাকসবজির) দাম চড়াও।
আজ ১৫ই নভেম্বর (রবিবার) উপজেলার ছুটুখার বাজার (সরেজমিনে) গিয়ে দেখা গেল কাচা তরকারির দাম প্রচুর।
বাজার ঘুরে জানা গেলো কেজিতে মুলা ৬০ টাকা, বেগুন ৪০ টাকা, সিম ৬০ টাকা, লালশাক ১০ টাকা (ছোট মুডি),পেয়াজ ৭০ টাকা।সব মিলিয়ে গড়ে বেশির ভাগ তরকারি ৫০ টাকার উপরে।
সরেজমিনে গিয়ে কয়েকজনের সাথে কথা বলে বুঝা গেল তাদের কাছে এতো দাম দিয়ে তরকারি কেনা কষ্ট হয়ে যাচ্ছে।তাদের বক্তব্য হলো আমরা গরীব মানুষ আনাচপাতির যে দাম হ্যাতে আনাচপাতি কেনা যাইবে না।মোরা গরিব মানুষ মানষের বারি কাম কাইজ করে খাই।
সরেজমিন ঘুরে বোঝা গেল কিছুদিন আগে হঠাৎ এবং বেশি বৃষ্টির কারণে মানুষের সবজিক্ষেত পানিতে তলিয়ে যায়। যে কারনে বেশির ভাগ সবজি পানিতে নষ্ট হয়ে যায়। এই কারণে দাম বেড়ে গেছে।এছাড়াও শীত কালীন সবজি নষ্ট হয়ে গেছে যে কারনে সবজির ঘাটতি পরছে পর্যাপ্ত পরিমাণে সবজি নেই যে পরিমাণে আছে তার দাম বাড়িয়ে কৃষকেরা বিক্রি করছে

