সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ- বায়তুশ শরফ পীর বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা শায়খ আবদুল হাই নদভী (মা:জি:আ:) বলেছেন শিরক ও বেদাত মুক্ত থাকলে আল্লাহর ইবাদত কবুল হয়। নবী করিম (সাঃ) যাহা করেননি তা যদি আমরা করি তবেই বেদাত হবে। নবী করিম (সাঃ) এর পথ অনুসরণ করে সকল শিরক ও বেদাত পরিহার করে মুমিন মুসলমানকে আল্লাহর নৈকঠ্য লাভের জন্য ইবাদত করতে হবে। আল্লাহ ও রাসূলের পথ অনুসরণ না করায় দেশে সবসময় গজবসহ বিভিন্ন দুর্যোগ সৃষ্টি হচ্ছে। তিনি নামাজ কায়েম সহ আল্লাহ ও রাসূলের আদেশ মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান। পীর সাহেব বায়তুশ শরফ গত শনিবার রাতে পটিয়া ইন্দ্রপোল মসজিদ বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ ও আঞ্জুমানে নওজোয়ান পটিয়া শাখা আয়োজিত ও নয়া কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। মাহফিলে আঞ্জুমানে ইত্তেহাদ বায়তুল শরফ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও পটিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া, পটিয়ার মফিজুর রহমান, অর্থ সম্পাদক আবু তালেব আয়ুব, মাহফিল কমিটির আহবায়ক দিদারুল আলম পীর সাহেবকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন ও জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়ার সভাপতিত্বে মাহফিলে বয়ান করেন মাওলানা মুহাম্মদ জিয়াউল হক আনছারী, মাওলানা কাজী শিহাব উদ্দিন,
মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা সরোয়ার আলম, নাতে রসুল পাঠ করেন চট্টগ্রাম রেনেসা বায়তুশ শরফ এর শিক্ষার্থীবৃন্দ। মাহফিল শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে, মোনাজাত করেন, মাহফিলের প্রধান মেহমান বায়তুশ শরফ পীর আল্লামা শায়খ আবদুল হাই নদভী (মা:জি:আ:)।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
০১৮১৯৩৪৯৪৪২

