মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউসুফ মিয়া সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবর পেয়ে তার পাশে দাড়িয়ে খোঁজ খবর নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন লিটন।
আবুল হোসেন লিটন শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মধ্য সালুয়া গ্রামে আহত মো. ইউসুফ মিয়ার বাড়িতে এসে ইউসুফ মিয়ার চিকিৎসার খোঁজ খবর নিয়ে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দেন তাকে ।
পরে তিনি ওই দিন সন্ধ্যার দিকে স্থানীয় ডুমরাকান্দা বাজারে সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দের সাথে রাজনৈতিক বিষয়ে আলোচনা ও মতবিনিময় করে আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের পরিবারের সদস্যসহ সকল নেতৃবৃন্দের খোঁজ খবর নেন।
এ সময় তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শামসুদ্দিন আহম্মেদ ইলিয়াস (মাষ্টার), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হীল বাতেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আঙ্গুর মিয়া, কুলিয়ারচর ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো. ইকবাল হোসেন, উপজেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন ভূইয়া টিংকু, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক কাশেম, ফরিদপুর ইউনিয়নের সাবেক ছাত্র নেতা ও কাস্টম কর্মকর্তা মো. জাকির হোসেন, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. দেলোয়ার হোসেন, সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রূপক, সালুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. নজরুল ইসলামসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ, সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউসুফ মিয়া গত ১৮ নভেম্বর বিকাল ৪টার দিকে নরসিংদী জেলা শহর থেকে মোটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী জেলার ইটাখোলা নামক স্থানে ট্রাকের সাথে ধক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখান থেকে তিনি চিকিৎসা শেষে গত ২৫ নভেম্বর বাড়ীতে এসে বিশ্রামে আছেন।

