যে কোন মূহুর্তে নির্বাচনে বিজয়ের লক্ষ্যে কাজ করছি : মতবিনিময় সভায় বক্তারা




মো শাহজালাল রানা:

ডিসেম্বরের প্রথমার্ধেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রত্যাশা নিয়ে নগরীর বিভিন্ন ওয়ার্ডে মতবিনিময় সভায় মিলিত হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

এরই অংশ হিসেবে ২৮ নভেম্বর বিকালে ১৬নং চকবাজার ওয়ার্ডের দলীয় নেতাকর্মী, কেন্দ্র পরিচালনা কমিটি ও সুধীজনদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, যে কোন মূহুর্তে নির্বাচনের তারিখ ঘোষনা হলেই আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। সে লক্ষ্যেই আমরা নগর ব্যাপী ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জনগন আমাদের সাথে আছে, তাদেরকে নিয়েই আমরা মুক্তি, বিজয়, গণতন্ত্র ও উন্নয়নের প্রতিক নৌকার বিজয় নিশ্চিত করব। এ ক্ষেত্রে ওয়ার্ড, ইউনিট ও কেন্দ্র কমিটির নেতা কর্মীরা গণমানুষের সাথে আমাদের সেতু বন্ধন হিসেবে কাজ করছে। 

আমরা দেখছি, একজন প্রার্থী বিভিন্ন এলাকায় গিয়ে জনতার সাড়া না পেয়ে পরাজয়ের কথা ভেবে উল্টা পাল্টা মন্তব্য করছেন। নির্বাচন বয়কটের কথা বলছেন। এসব বলে পরাজয় ঢাকার চেষ্টায় কোন লাভ হবে না। গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে, নৌকার বিজয় হবে। আপনারাও নৌকায় ভোট দিয়ে বিজয়ের গৌরবে যুক্ত হোন।

সভায় প্রধান বক্তা বক্তব্যে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। জনগনকে সাথী করে আওয়ামী লীগের পথ চলা। এটা প্রমানিত সত্য যে, আওয়ামী লীগের বিজয় মানে স্বাধীনতা, গনতন্ত্র, উন্নয়ন আর সমৃদ্ধি। তাই আওয়ামী লীগ ও নৌকার বিজয় মানে জনতার বিজয়। ষড়যন্ত্র আর ক্যু এর মাধ্যমে ক্ষমতায় আসা কোন ব্যক্তির অভিপ্রায় মেটাতে গড়ে তোলা দলের প্রতিনিধিদের মানুষ প্রত্যাখ্যান করে চলেছে। তারা এখন নির্বাচন বাদ দিয়ে আওয়ামী লীগ ও প্রশাসনকে গনতন্ত্রের ছবক শোনাতে ব্যস্ত হয়েছে। উল্টাপাল্টা মন্তব্য বাদ দিয়ে নিয়ম মেনে নির্বাচনে আসতে হবে, নিয়ম মেনে মানুষের কাছে যেতে হবে। এটাই গনতন্ত্র।

চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক রন্জুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোজাহেরুল হক চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মুজিবুর রহমান রাসেল, হাজী সেলিম রহমান, নুরুল আলম সিদ্দিকী, আবুল মাসুদ। 

সভায় উপস্থিত ছিলেন সেলিম চৌধুরী, এড. নোমান চৌধুরী, মঞ্জুর মান্নান, শফিকুল আলম,  রহমতুল্লাহ স্বপন, কাউন্সিলর পদপ্রার্থী গোলাম হায়দার মিন্টু, মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রুমকি সেন গুপ্ত, মুজিবুর রহমান, মাহফুজুল বারী খসরু, ফজলুল হক কাজল, একরাম হোসেন, দেলোয়ার হোসেন,  এড. দিদারুল আলম,  জিন্নাত সেলিম, হাসিনা আকতার টিনু, সেলী বড়ুয়া, শিল্পী বড়ুৃয়া, সাজেদা বেগম, কাজল প্রিয় বড়ুৃয়া, আকতার আহমদ, আবদুর রহিম, সালাহউদ্দিন, শাজাহান হামিদী, হাজী আনিসুল ইসলাম সহ ওয়ার্ড আওয়ামীলীগ, ইউনিট আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবং কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির  আহবায়ক-সচিববৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.