এস.এম জামাল উদ্দিন শামীম:
ময়মনসিংহের ত্রিশালে মায়ের সাথে টাকার বায়না ধরে রফিকুল ইসলাম রবিন নামে এক যুবক আত্মহত্যা করেছে।
মৃত রফিকুল ইসলাম রবিন (২৪) উপজেলার ত্রিশাল ইউনিয়নের মধ্য পাঁচপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, মায়ের কাছে টাকা চায় রফিকুল ইসলাম রবিন। টাকা না দেওয়ায় ২২ নভেম্বর রবিবার রাতে গায়ের চাদর দিয়ে বাড়ীর পাশে গাছে ফাঁস নেয় যুবক। পরিবারের লোকজন খোঁজ পেয়ে স্থানীয়দের সহযোগীতায় যুবককে রাত ১০ ঘটিকায় ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে রেফার্ড করা হয়। পরে সিবিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ত্রিশাল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আশিকুল হাসান আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করি। মৃত্যুর কারণ নির্ণয়ে ময়না তদন্তের জন্য মমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

