মাস্ক পরি সুস্থ থাকি,প্রিয়জনকে রক্ষা করি



সুমনসেন চট্টগ্রাম প্রতিনিধি-


করোনা ভাইরাস নিয়ে উৎকণ্ঠা, ভয় শেষ না হতেই সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউয়ের কথা উঠছে। কেবল পশ্চিমা দেশেই নয়, বাংলাদেশেও দ্বিতীয় ঢেউ মোকাবিলা করার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে সংক্রমণের হার বাড়ছে। বিভিন্ন দেশ আবার কঠোর লকডাউনের কথা ভাবছে। বাংলাদেশেও সংক্রমণ আকস্মিক হারে বাড়ছে। এই রকম সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে জেলা পুলিশ, মৌলভীবাজারের পক্ষ হতে মাস্ক সপ্তাহ ২০২০ উদযাপিত হচ্ছে।  মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ (পিপিএম-বার) এর দিক নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), অতিরিক্ত পুলিশ সুপার  (সদর সার্কেল) এবং সদর মডেল থানার চৌকস ও উদ্যমী অফিসার ইনচার্জ জনাব মোঃ ইয়াছিনুল হক এর তত্বাবধানে মৌলভীবাজার সদর মডেল থানার চৌমুহনা, বেজবাড়ি ও কুসুমবাগ এলাকায় পৃথক পৃথকভাবে ০৩টি পয়েন্টে মাস্ক-সপ্তাহ কর্মসূচি পালন করার জন্য মঞ্চ করা হয়। অদ্য ২৬/১১/২০২০ তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় পুলিশ সুপার মহোদয় মাস্ক সপ্তাহ কর্মসূচির শুভ উদ্বোধন করেন এবং মাস্ক সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালিতে অংশগ্রহন সহ যাদের মাস্ক ছিলনা তাদেরকে মাস্ক পড়ার শপথ করানো হয় এবং তাদেরকে প্রাথমিকভাবে মাক্স সরবরাহ করা হয়। যাদের মাস্ক পড়া ছিল তাদেরকে রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উক্ত কার্যক্রম সপ্তাহব্যাপি চালু থাকবে। 

 “ঝুঁকি নেয়ার দরকার নাই, মাস্ক ছাড়া গতি নাই”
“মাস্ক পরুন সেবা নিন, করোনার প্রাদুর্ভাব আটকে দিন”
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.