সুৃমনসেন চট্টগ্রাম প্রতিনিধি-
খুলশী থানায় মূলতবী ০৯টি সাজা পরোয়ানা সহ বিভিন্ন থানার মোট ১৩টি পরোয়ানাভুক্ত পলাতক আসামী মাহামুদুল হাসান গ্রেপ্তার।
পিতা- মৃত হাবিবুর রহমান, সাং- শাকিল এন্টারপ্রাইজ, সাউদার্ন হাসপাতাল রোড, টেকনিক্যাল কলেজ, মোজাফ্ফর নগর, পূর্ব নাসিরাবাদ, থানা-খুলশী, জেলা-চট্টগ্রামকে ইং ২৬/১১/২০২০ইং তারিখ রাত ০২:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলাস্থ বুডিচং থানাধীন দেবপুর বারেলা (ইসলামপুর) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করা হয়।
বর্ণনামতে-একাধিক সাজা পরোয়ানা ভুক্ত মামলার পলাতক আসামী মাহামুদুল হাসান, পিতা- মৃত হাবিবুর রহমান, সাং- শাকিল এন্টারপ্রাইজ, সাউদার্ন হাসপাতাল রোড, টেকনিক্যাল কলেজ, মোজাফ্ফর নগর, পূর্ব নাসিরাবাদ, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম দীর্ঘ দিন যাবৎ আত্মগোপনে ছিল। বর্ণিত আসামী দীর্ঘ দিন যাবৎ আত্মগোপনে থাকার কারণে তাকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। পরবর্তীতে বর্ণিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে খুলশী থানার সঙ্গীয় অফিসার-ফোর্সদের নিয়ে সিএমপি, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিশেষ অভিযান পরিচালনাকালে বিশ্বস্ত সূত্রে ও গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত আসামীর অবস্থান সম্পর্কে অবগত হইয়া উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শক্রমে এসআই(নিঃ)/আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার এসআই(নিঃ)/মোহাম্মদ হোসাইন, এএসআই(নিঃ)/মোঃ মানিক মিয়া ও কং/৪৬৩৪ মনির হোসেন, সর্ব খুলশী থানা, সিএমপি, চট্টগ্রাম এবং কুমিল্লা জেলাস্থ বুডিচং থানা পুলিশের সহায়তায় উপরোক্ত সাজা প্রাপ্ত বিভিন্ন থানার একাধিক মামলার পলাতক আসামী মাহামুদুল হাসান’কে ১। সিআর-৪০৭/১৮, দায়রা- ৪৬৭১/১৮, ধারা-এনআইএ্যাক্ট ১৩৮, ২। সিআর-১০৭/১৮, দায়রা- ৭১৪/১৮, ধারা-এনআইএ্যাক্ট ১৩৮, ৩। সিআর- ১৭১/১৩, দায়রা-৩৯২৪/১৭, ধারা-এনআইএ্যাক্ট ১৩৮, ৪। সিআর-৪০৮/১৮, দায়রা-৪৬৭২/১৮, ধারা-এনআইএ্যাক্ট ১৩৮, ৫। সিআর-১৯৮/১৬ (পাঁচলাইশ জোন), দায়রা-৩৬০৫/১৬, ৬। সিআর নং- ৪১৪/১৯, খুলশী জোন, ধারা-এন.আই এ্যক্ট-১৩৮, ৭। সিআর নং- ৩১০/১৯, গাইবান্দা জোন, সেশন মামলা-১০১৬/১৯, ৮। সিআর- ৬২৫/১৯, ধারা- এন.আই এ্যক্ট-১৩৮, ৯। সিআর মামলা নং-৩৬/২০, খুলশী জোন, ধারা- এন.আই এ্যক্ট-১৩৮ এবং বায়োজিদ থানায় ০২টি ও পাঁচলাইশ থানায় ০২টি, মোট ০৪টি সহ সর্বমোট ১৩টি সিআর মূলতবী মামলার পরোয়ানা (ড/অ) মূলে গত ২৬/১১/২০২০ইং তারিখ রাত ০২:৩০ ঘটিকার সময় কুমিল্লা জেলাস্থ বুডিচং থানাধীন দেবপুর বারেলা (ইসলামপুর) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া বর্ণিত আসামীকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন।

