খুলশী থানায় মূলতবী ০৯টি সাজা পরোয়ানা সহ বিভিন্ন থানার মোট ১৩টি পরোয়ানাভুক্ত পলাতক আসামী মাহামুদুল হাসান গ্রেপ্তার



সুৃমনসেন চট্টগ্রাম প্রতিনিধি-


খুলশী থানায় মূলতবী ০৯টি সাজা পরোয়ানা সহ বিভিন্ন থানার মোট ১৩টি পরোয়ানাভুক্ত পলাতক আসামী মাহামুদুল হাসান গ্রেপ্তার।
 পিতা- মৃত হাবিবুর রহমান, সাং- শাকিল এন্টারপ্রাইজ, সাউদার্ন হাসপাতাল রোড, টেকনিক্যাল কলেজ, মোজাফ্ফর নগর, পূর্ব নাসিরাবাদ, থানা-খুলশী, জেলা-চট্টগ্রামকে ইং ২৬/১১/২০২০ইং তারিখ রাত ০২:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলাস্থ বুডিচং থানাধীন দেবপুর বারেলা (ইসলামপুর) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করা হয়। 

বর্ণনামতে-একাধিক সাজা পরোয়ানা ভুক্ত মামলার পলাতক আসামী মাহামুদুল হাসান, পিতা- মৃত হাবিবুর রহমান, সাং- শাকিল এন্টারপ্রাইজ, সাউদার্ন হাসপাতাল রোড, টেকনিক্যাল কলেজ, মোজাফ্ফর নগর, পূর্ব নাসিরাবাদ, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম দীর্ঘ দিন যাবৎ আত্মগোপনে ছিল। বর্ণিত আসামী দীর্ঘ দিন যাবৎ আত্মগোপনে থাকার কারণে তাকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। পরবর্তীতে বর্ণিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে খুলশী থানার সঙ্গীয় অফিসার-ফোর্সদের নিয়ে সিএমপি, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিশেষ অভিযান পরিচালনাকালে বিশ্বস্ত সূত্রে ও গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত আসামীর অবস্থান সম্পর্কে অবগত হইয়া উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শক্রমে এসআই(নিঃ)/আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার এসআই(নিঃ)/মোহাম্মদ হোসাইন, এএসআই(নিঃ)/মোঃ মানিক মিয়া ও কং/৪৬৩৪ মনির হোসেন, সর্ব খুলশী থানা, সিএমপি, চট্টগ্রাম এবং কুমিল্লা জেলাস্থ বুডিচং থানা পুলিশের সহায়তায় উপরোক্ত সাজা প্রাপ্ত বিভিন্ন থানার একাধিক মামলার পলাতক আসামী মাহামুদুল হাসান’কে ১। সিআর-৪০৭/১৮, দায়রা- ৪৬৭১/১৮, ধারা-এনআইএ্যাক্ট ১৩৮, ২। সিআর-১০৭/১৮, দায়রা- ৭১৪/১৮, ধারা-এনআইএ্যাক্ট ১৩৮, ৩। সিআর- ১৭১/১৩, দায়রা-৩৯২৪/১৭, ধারা-এনআইএ্যাক্ট ১৩৮, ৪। সিআর-৪০৮/১৮, দায়রা-৪৬৭২/১৮, ধারা-এনআইএ্যাক্ট ১৩৮, ৫। সিআর-১৯৮/১৬ (পাঁচলাইশ জোন), দায়রা-৩৬০৫/১৬, ৬। সিআর নং- ৪১৪/১৯, খুলশী জোন, ধারা-এন.আই এ্যক্ট-১৩৮, ৭। সিআর নং- ৩১০/১৯, গাইবান্দা জোন, সেশন মামলা-১০১৬/১৯, ৮। সিআর- ৬২৫/১৯, ধারা- এন.আই এ্যক্ট-১৩৮, ৯। সিআর মামলা নং-৩৬/২০, খুলশী জোন, ধারা- এন.আই এ্যক্ট-১৩৮ এবং বায়োজিদ থানায় ০২টি ও পাঁচলাইশ থানায় ০২টি, মোট ০৪টি সহ সর্বমোট ১৩টি সিআর মূলতবী মামলার পরোয়ানা (ড/অ) মূলে গত ২৬/১১/২০২০ইং তারিখ রাত ০২:৩০ ঘটিকার সময় কুমিল্লা জেলাস্থ বুডিচং থানাধীন দেবপুর বারেলা (ইসলামপুর) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া বর্ণিত আসামীকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.