মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২ হাজার ৫৫০ জন কৃষক কৃষণীর মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
"কৃষিই সমৃদ্ধি" এ স্লোগানকে সামনে রেখে সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২০-২১ অর্থ বছরে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি মৌসুমে ফসলের ব্যাপক বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষাণীদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ ও সার বিতরণ আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিনা সাত্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পৌরসভার উপ-সহকারী কৃষি কর্মকর্তা অজয় কুমার চৌধুরী, শরীয়ত উল্লাহ, সাংবাদিক আনোয়ারুল হক আমান ও আলি হায়দার শাহীন প্রমুখ।
কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর, রামদী, উছমানপুর, ছয়সূতী, ফরিদপুর ও সালুয়া ইউনিয়ন সহ পৌরসভায় মোট ২ হাজার ৫ শ ৫০ জন কৃষক-কৃষাণীদের মাঝে সরিষা, গম, সূর্যমুখী, মসুর, খেসারী, টমেটো, মরিচ ও চিনাবাদামের বীজসহ ডিএপি ও এমওপি সার বিতরন করা হয়েছে । বিনামূল্যে এসব বীজ ও সার পেয়ে কৃষাক কৃষানীদের মুখে হাঁসি ফুটেছে।

