শেরপুরের নকলায় স্বেচ্ছাসেবী ও সহায়তা মূলক সংগঠন কর্তৃক নব যোগদানকারী ওসিকে ফুলেল শুভেচ্ছা প্রদান




মো:সুজন মিয়া (শেরপুর প্রতিনিধি), শেরপুর জেলার নকলা উপজেলায় "০১ নং গনপদ্দি ডিজিটাল স্বেচ্ছাসেবক সংগঠন" নামক একটি সহায়তামূলক সংগঠন কর্তৃক নকলা থানায় নব যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুসফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে এবং উক্ত সংগঠনের নানা কার্যক্রমে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করায় পুলিশ উপ-পরিদর্শক রাজীব ভৌমিক, এ এস আই রতন ও এ এস আই কামরুল হাসানকে শুভেচ্ছা স্মারকে ভূষিত করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত সাড়ে আটটায় সংগঠনটির ১০ (দশ) সদস্যের একটি প্রতিনিধি দল নকলা থানার নতুন যোগদানকারী  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আতিকুর রহমান (সুমন) এর নেতৃত্বে উক্ত প্রতিনিধি দলটিতে অন্যান্যদের মাঝে এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির মহা পরিচালক মোঃ শফিকুল ইসলাম পিপুল, সহ-সভাপতি মোঃ ওয়াসিম, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আঃ রহিম, ত্রান বিষয়ক সম্পাদক মোঃ শাকিব হাসান (বাবু),শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শক্কুর মিয়া, কার্যকারি সদস্য মোঃ লিটন মিয়া এবং কার্যকরি সদস্য মোঃ আছর উদ্দিন।


উক্ত সৌজন্য সাক্ষাৎকারে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুসফিকুর রহমানের সাথে উক্ত সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও সংগঠনটির দ্বারা বিভিন্ন বিষয়ে কিভাবে জনসচেতনতা মূলক কার্যক্রম বৃদ্ধি করা যায় এবং সকল প্রকার আইনি সহযোগিতার বিষয়ে আশ্বাস ও দিকনির্দেশনা উঠে আসে উক্ত আলো
চনার মাধ্যমে।

সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় শেষে মুসফিকুর রহমান নকলা থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  হিসেবে যোগদান করায় ফুলের তোরা প্রদানের মাধ্যমে অভিনন্দন ও স্বাগত জানায় সংগঠনটির প্রতিনিধি দলের সদস্যরা।

জানা যায়, মানব সেবার মতো মহান ব্রত নিয়ে শেরপুরের নকলা উপজেলার ১ নং  গনপদ্দী ডিজিটাল ইউনিয়নের কতিপয় যুবক একত্রিত হয়ে গত বছরের শেষের দিকে গঠন করে একটি সহায়তা ও স্বেচ্ছাসেবী মূলক সংগঠন। শুরুতে সংগঠনটির কার্যক্রম নিজস্ব ইউনিয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও সময় বাড়ার সাথে সাথে সংগঠনটির কর্মপরিধি ও কার্যক্রমও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে উপজেলার বিভিন্ন প্রান্তে সংগঠনটি তাদের কার্যক্রম চালিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, সেই প্রতিষ্ঠাকাল থেকেই সক্রিয়ভাবে মানুষের সেবায় কাজ করছে সংগঠনটির প্রতিটি সদস্য। কোন অসহায় মানুষের তথ্য তাদের কাছে পৌঁছানো মাত্রই সহায়তার হাত বাড়িতে দিতে সেখানে ছুটে যান সংগঠনটির সদস্য ও নেতাকর্মীরা। 

জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে পারলে দেশ থেকে দারিদ্রতা দূর হবে এই নীতিতে বিশ্বাস স্থাপন করে সংগঠটি শুরু থেকেই শিক্ষা ক্ষেত্রে বিশেষ লক্ষ রেখে কাজ করে আসছে। টাকার অভাবে উপজেলার যেকোন প্রান্তের, যেকোন এলাকার কোন শিক্ষার্থী যাতে শিক্ষা থেকে ঝড়ে না পড়ে সেজন্য ভর্তি ফি,ফরম ফিলাপ,বই কেনা সহ আনুসাঙ্গিক নানা ধরনের সহায়তা প্রদান করে থাকে সংগঠনটি।

এছাড়াও, টাকার অভাবে চিকিৎসা সেবা থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেজন্য বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ার ব্যবস্থাসহ, গরীব দুঃখী মানুষকে আর্থিক সহায়তা, প্রতিবন্ধীদের সহায়তা, সামজিক উন্নয়ন, ত্রান বিতরন, কর্মসংস্থান সৃষ্টি,গরীবদের বাসস্থান সৃষ্টি, তীব্র শীতের সময় অসহায় গরীবদের মাঝে শীত বস্ত্র বিতরন, ঈদের সময় ঈদ সামগ্রী বিতরন এবং কাপড় বিতরনের মতো নানা মহৎ উদ্যোগ পালন করে আসছে সংগঠনটি।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.