ফটিকছড়িতে এক যুবকের হাতে ৮-৯ জনকে কুপিয়ে জখম



সুমন সেন চট্টগ্রাম প্রতিনিধি-

ফটিকছড়ির উপজেলার সুয়াবিল ইউনিয়নে রতন শাহ (২২) নামের এক হিন্দু যুবক ৮-৯ জনকে মানুষকে কুপিয়ে জখম করেছে। এতে এক জনের হাতের কব্জি সম্পূর্ণ বিছিন্ন হয়ে গেছে।

আজ বুধবার (২ডিসেম্বর) সকাল ১০টার দিকে সুয়াবিল বৈদ্দ্যেরহাট সংলগ্ন শাহ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সুয়াবিল ইউপি চেয়ারম্যান জানান, এতে অনেকজন হতাহত হয়েছে, আনুমানিক ১০ জনের উপর হবে। রতন নামের ছেলেটি নেশাগ্রস্ত ছিল বলে শুনছি, দুুই-তিন বছর আগে তার মাথায় (মানসিক) সমস্যা ছিল। পুলিশ তাকে সহ নিয়ে মেডিকেলে নিয়ে গেছে।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.