এইচ এম রাকিবুল আল হৃদয় পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
বুধবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে
প্রত্যক্ষদর্শীরা জানান, পাখিমারা বাজার থেকে একটি অটো কলাপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। এমন সময় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মাস্টার বাড়ি নামক স্থানে অপরদিক থেকে আসা একটি ট্রাকের সাথে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালক ও অটোতে থাকা ৫ যাত্রী গুরুতর আহত হয়।
আহতরা হলেন- উপজেলার লালুয়া ইউনিয়নের ফখরুউদ্দিন হাওলাদার (৫০), নীলগঞ্জ ইউনিয়নের রবিন (৪০), ছগির (৩৫), সিমা (২৫), আশা (১৫) ও অটোচালক গোলাম রাব্বি (১৮)।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে ছগির, অটোচালক গোলাম রাব্বি ও রবিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতলে রেফার

