পটিয়ার দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যাগে শহীদ শেখ মনির ৮১তম জন্মদিন পালন




সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ- মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর প্রধান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রথিতযশা সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮১তম জন্মবার্ষিকী পালন করেছে পটিয়া উপজেলার  দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন আওয়ামী যুবলীগ। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি দক্ষিণ  ভূর্ষি ইউনিয়ন আওয়ামীগ সভাপতি মিহির চক্রবর্তী। দক্ষিণ ভুর্ষি  ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোরশেদুল হক এর সভাপতিত্বে এবং যুগ্ন আহব্বায়ক রনধীর দে'র পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, ওয়াহেদুর নুর মিন্টু, শাহ আলম খোকন, বিকাশ দে বাবু, মেম্বার অজিত দেব নাথ, ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি হুমায়ুন কবির, সাধারন সম্পাদক মোঃ ইউনুছ, ২ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ সাদ্দাম হোসেন,সাধারন সম্পাদক মোঃ তানিম, ৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ ইকবাল হোসেন সাধারন সম্পাদক রানা চক্রবতী, যুবলীগ নেতা এ্যডভোকেট অনিক দে যিশু, আনোয়ার হোসেন, নুরুল কবির শিবলু, বিপ্লব দাশ অভি, দীলিপ দেব নাথ, অভিরুপ দাশ, বিপ্লব চক্রবর্তী রিগ্যান,  সমুন সেন, দক্ষিণ ভূষি ইউনিয়ন আওয়ামী যুবলীগ  নেতৃবৃন্দ। পটিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি,


  দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের চেয়ারম্যান ও  পটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায়  বলেছেন, শেখ মণির মতো তেজস্বী নেতৃত্ব বর্তমান সময়ে বড় অভাব। তাঁর যেমন মেধা-প্রজ্ঞা-দূরদর্শিতা ছিল, তেমনি ছিল তার বিপ্লবী চেতনা।


সেলিম  চৌধুরী 

পটিয়া চট্টগ্রাম 

০১৮১৯৩৪৯৪৪২
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.