পটিয়ায় স্বামীর দ্বিতীয় বিয়েতে বাঁধা দেওয়ার জের হামলায় আহত-২



পটিয়া  (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- চট্টগ্রামে পটিয়া স্বামীর দ্বিতীয় বিয়েতে বাঁধা দেওয়ার জের ধরে হামলায় স্ত্রী রুপা আকতার  শশুর আহমদ নুর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১৯ ডিসেম্বর রাত সাড়ে ৭ টায় পটিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড মনু সওদাগর এর চায়ের দোকানের সামনে । এঘটনায় রুপা আকতার বাদী  হয়ে তার স্বামী  মোঃ রুবেল,পারভেজ, রবিন,ড্রাইভার এয়াকুব আলীসহ ৪/৫ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানাযায়, গত তিন বছর আগে রুপা আকতার সাথে বিবাহ হওয়ার পর থেকে তুচ্ছ বিষয়ে প্রায় সময় ঝগড়া বিবাদ হচ্ছিল। এনিয়ে রুপা আকতার স্বামী রুবেল মারধর করে আসছিল। ফলে স্বামীর মারধর সহ্য করতে না পেরে রুপা বাপের বাড়িতে চলে আসে দেড় বছর আগে। কিন্তু এ দেড় বছর রুবেল তার স্ত্রী দুই বছরের শিশুর কোন খোঁজ খবর রাখেনি এমনকি কোন ধরনের ভরনপোষণ দেয়নি। স্ত্রী রুপা আকতার গোপনে খবর পান তার স্বামী রুবেল বোয়ালখালী উপজেলা করলঙ্গা এলাকায় জনৈক আবুল ফয়েজ এর কন্যকে ১৮ ডিসেম্বর বিবাহ করতে যাচ্ছে। এ খবর রুপা আকতার পেয়ে তার পিতা আহমদ নুরসহ বোয়ালখালী থানার পুলিশ ও করলডঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মন্নানের সহায়তা বিবাহ বন্ধ করে দেয়।এতে স্বামী রুবেল ক্ষিপ্ত হয়ে রুপা তার ছোট শিশুকে ডাক্তার কাছে যাওয়ার সময় পৌরসভার ১ নং ওয়ার্ড  কাগজী পাড়ার মনু সওদাগর চায়ের দোকানে সামনে পথ অবরুদ্ধ করে বহিরাগত লোকজন নিয়ে হামলা চালায়। রুপার চিৎকার শুনে পিতা আহমদ নুর মেয়েকে বাচানোট জন্য এগিয়ে আসলে রুবেল সহ হামলা চালিয়ে রুপা আকতার তার পিতা আহমদ নুর গুরুত্বর আহত হয় বলে থানার দায়েরকৃত অভিযোগ সুএে প্রকাশ।  বিষয়টি পটিয়া থানার এস আইন নাছির তদন্ত করছে বলে জানান।


সেলিম  চৌধুরী 

পটিয়া প্রতি নিধি 

পটিয়া  চট্টগ্রাম 

০১৮১৯৩৪৯৪৪২
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.