এস.এম জামাল উদ্দিন শামীম,ময়মনসিংহঃ
ত্রিশাল বাজার ব্যাবসায়ীদের উদ্যোগে আসন্ন পৌর সভা নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৯ শে ডিসেম্বর রাত ৮ঃ৩০ ঘটিকায় ত্রিশাল বাজার ব্যাবসায়ীদের আয়োজনে পৌর শহরের প্রধান ব্যাবসায়ী এলাকা মোদক পট্টিতে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ্ব এ বি এম আনিছুজ্জামান আনিছ।
ত্রিশাল উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন,ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আবুল কালাম,ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ও ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল বারী,বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল আজিজ,বিশিষ্ট ক্রীড়াবিদ মশিউর রহমান দ্বিপক,ত্রিশাল বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সভাপতি হারুন অর রশিদ,আলহাজ্ব আব্দুল লতিফ মাষ্টার,সাবেক কাউন্সিলর শ্রী শংকর রায়,ত্রিশাল বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ত্রিশাল প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা সরকার,
৩নং ওয়ার্ড কাউন্সিলর এ বি সিদ্দিক শাহজাহান,২নং ওয়ার্ড কাউন্সিলর রশেদুল হাসান বিপ্লব,৫নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান নাসিম,১নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম সেলিম,শিক্ষক আজহারুল ইসলাম।ত্রিশাল বাজার ব্যাবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন,তোফাজ্জল হোসেন, ইজারাদার মোতাহার হোসেন, সারোয়ার জাহান শামীম,আলহাজ্ব খলিলুর রহমান শামীম, ডাঃ মোঃ গোলাম মোস্তফা, আলহাজ্ব সিরাজুল ইসলাম,আনিসুর রহমান,সাইফুল ইসলাম তোতা, রুহুল আমীন, আনোয়ার সাদাত মন্জু, ঠিকাদার শওকত আলী লাভলু প্রমূখ।

