কুলিয়ারচর পৌর নির্বাচনে ৭নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিলেন কাউন্সিলর প্রার্থী কাজী রফিক




মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর নির্বাচনে ৭নং ওয়ার্ড থেকে  কাউন্সিলর প্রার্থী হিসেবে
মনোনয়নপত্র জমা দিলেন সাবেক কাউন্সিলর কাজী মো. রফিক।

তিনি শনিবার (১৯ ডিসেম্বর) নির্বাচন আচরণবিধি ও স্বাস্থ্যবিধি মেনে কয়েকজন কর্মী সমর্থক সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের নিটক আনুষ্ঠানিক ভাবে এ মনোনয়নপত্র দাখিল করেন।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.