নিউজ ডেস্ক
করোনা যোদ্ধা প্রকৌশলী জ্যোতির্ময় ধর এবং ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত এর যৌথ উদ্যোগে, মহান মে দিবস উপলক্ষে লক ডাউনে ক্ষতিগ্রস্থ ও কর্মহীন প্রায় অর্ধ শতাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ১০ দিনের খাদ্য সহায়তা।আজ ১ মে, শনিবার দুপুর ১২ টার দিকে নগরীর দেওয়ানজী পুকুরপাড় এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে।চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া পরিবার গুলোর হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। করোনা যোদ্ধা প্রকৌশলী জ্যোতির্ময় ধর এবং কাউন্সিলর রুমকি সেন গুপ্ত গত বছরের শুরু থেকে এখনো পর্যন্ত চট্টগ্রামে করোনার কারনে সৃষ্ট লকডাউনে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
এ সময় উপস্থিত সকল কে স্বাস্থ্যবিধি মেনে , নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ জানানো হয়।

