চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামের পাহাড় তলীতে কায়সার আহমেদকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন দুই আসামি।বিষয়টি নিশ্চিত করছেন পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইমাম।
আজ শনিবার (০১ মে) বিকেলে মামলার ১নং আসামি সাজ্জাদ মামলার ৪নং আসামি রকিবুল আলম চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ রেজার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এই বিষয়ে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইমাম বলেন, কায়সার খুনের ঘটনায় মূল অভিযুক্ত তার সৎভাই সাজ্জাদসহ ৬ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছি। তাদের মধ্যে সাজ্জাদ মামলার একনম্বর আসামি। সাজ্জাদের সাথে মামলার চার নম্বর আসামি রকিবুল আলমও আদালতে জবানবন্দি দিয়েছে। অপর চারজনকে বিজ্ঞ আদালত জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) নগরীর পাহাড়তলীতে জায়গা জমি নিয়ে বিরোধের ঘটনায় কায়সার নামক একটি ব্যাক্তিকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে পাহাড়তলী থানায় মামলা করেন কায়সারের ভাই মাইনউদ্দিন।

