চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর আকবরশাহ্ থানা পুলিশ ২৭/৮/২০২২ খ্রিঃ ১৭.০০ ঘটিকায় আকবরশাহ্ থানাধীন সিডিএ ১নং গেট সংলগ্ন সোলেমানের বাড়ির গাঁজা ব্যবসায়ী শফি'র ঘরসহ আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে নুরজাহান, সাইফুল, আলা উদ্দিন, মিতু আক্তার ও জুতি আক্তার সহ মোট ০৫ জনকে ০৫ কেজি গাঁজা ও গাঁজা বিক্রয় লব্ধ ১,১৭,০০০/- (এক লক্ষ সতেরো হাজার) টাকাসহ গ্রেফতার করে।
আটক সাইফুলের বিরুদ্ধে মাদক ও দ্রুত বিচার আইনে ০৪টি, আলা উদ্দিনের বিরুদ্ধে ০৪টি মামলা, মিতু আক্তার ও জুতি আক্তারের বিরুদ্ধে ০২টি করে মাদক মামলা রয়েছে।

