সিএমপি ডিবি কর্তৃক ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১



আব্দুল করিম চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
     
সিএমপি মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেনের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোক্তার হোসেন এর নেতৃত্বে ডিবি টিম-২১ (দক্ষিণ) এর অফিসার ও ফোর্সগণ গোপন সংবাদের ভিত্তিতে ২৭/০৮/২০২২ ইং হালিশহর থানাধীন শান্তিবাগ এলাকার রঙ্গীপাড়া এলাকায়  অভিযান পরিচালনা করে ১০০০(এক হাজার) পিস  ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক  পারভিন আক্তার (৪৪)’কে গ্রেফতার  করেন ।

ধৃত পারভিন আক্তার(৪৪)  উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজারের টেকনাফ থানা এলাকা থেকে বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করে বিক্রয়ের জন্য নিজ বাসায় মজুদ করে রেখেছিল।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.