জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু



নিউজ ডেস্কঃ  

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। রবিবার (২৮ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে সদস্যের কণ্ঠভোটে নির্বাচিত হন তিনি।

অধিবেশনের শুরুতে টুকুর নাম প্রস্তাব করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে তা সমর্থন করেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এরপর স্পিকার বিধি অনুযায়ী কণ্ঠভোট দিলে তা পাস হয়। সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে তাকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

 

গত ২২ জুলাই দিনগত রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। এতে ডেপুটি স্পিকারের পদ এবং গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়।

নবনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালের আওয়ামী লীগের প্রার্থী হিসবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান মেয়াদে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.