আব্দুল করিম চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
সিএমপি ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জবাব মুহাম্মদ আলী হোসেনের সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মাদ শামীম কবিরের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে ২৭/০৮/২০২২ খ্রিঃ ১৫.৪৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের টিম-৩৪ বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর আকবরশাহ থানাধীন কালীবাড়ি মোড়স্থ রেলগেইট সংলগ্ন এলাকা থেকে হোসনে আরা বেগম কে ২৭০০ পিস ইয়াবা সহ আটক করেন।
জিজ্ঞাসাবাদে ধৃত হোসনে আরা বেগম সঙ্গীয় অন্যান্যদের সহায়তায় সিএমপি আকবরশাহ থানাধীন ফিরোজশাহ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করে বলে জানায়। এ সংক্রান্তে ধৃত হোসনে আরা (৪৪) এর বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা রুজু করা হয়েছে।

