সিএমপি ডিবি (পশ্চিম ও বন্দর) এর অভিযানে ১ কেজি ২৪৮ গ্রাম গাঁজা সহ আটক ০১ জন।



চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
  
উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম ও বন্দর ) জনাব মুহাম্মদ আলী হোসেনের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ -পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ সামীম কবীর ও সহকারী পুলিশ কমিশনার জনাব  মোঃ মাসুদ রানার তত্ত্বাবধানে টিম নং- ৪১এর ইন্সপেক্টর  মোঃ  মনির হোসেন এর  নেতৃত্বে এস আই জাহিদুল হাসান , এএসআই/ মোঃ মোবারক হোসেন , এএসআই শাহ সেলিম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২৮/০৮/২০২২ খ্রিঃ চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন গোয়ালপাড়া থেকে বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ নাজিম উদ্দীন রাসেল (৪০) কে ১ কেজি ২৪৮ গ্রাম গাঁজাসহ আটক করেন।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.