ফুটপাত,নালা ও রাস্তা দখল করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৫৫ জন ব্যবসায়ীকে ৪ লক্ষ ৮৭ হাজার টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ আগস্ট) সকাল থেকে সাগরিকা রোড,পোর্ট কানেক্টিং রোডের সরাইপাড়াও কাজী পাড়া এলাকায় উচ্ছেদ অভিযানে এসব জরিমানা আদায় করা হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এই অভিযানে নেতৃত্ব দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, সাগরিকা রোড, পোর্ট কানেক্টিং রোডে সরাইপাড়া এলাকা,কাজী পাড়া, জাকির হোসেন রোড বাই লেইন, ওয়ার্লেস মোড় এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় ফুটপাত, নালা ও রাস্তা দখল করে দোকান নির্মাণ এবং লোহার পাইপসহ মালামাল ফুটপাতে রেখে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৪৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৪ লক্ষ ৬১ হাজার টাকা জরিমানা আদায় করে রাস্তা ও ফুটপাত দখল মুক্ত করা হয়।
স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন জানান, জাকির হোসেন রোড বাই লেইন ও ওয়ার্লেস মোড় সড়কের উভয় পাশে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১০ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৬ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করে ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করা হয়।
অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারি ও চট্টগ্রাম মেট্টপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন।

