চট্টগ্রাম জেলা প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাইয়ে অনিবন্ধিত দুই প্যাথলজি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও একটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার নতুন বাজার, চন্দ্রঘোনা ও বড়ইছড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক। তিনি বলেন, নিবন্ধন নবায়ন না করায় দুটি প্যাথলজি প্রতিষ্ঠানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আগেও দণ্ড পাওয়া একটি প্রতিষ্ঠানকে নিবন্ধন নিতে দু’সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে।

