সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠা অর্ধশতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) । বুধবার (৩১ আগস্ট) নগরীর বহদ্দারহাট ,ষোলশহর, মুরাদপুর এবং ২ নম্বর গেট ও জিইসি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এসময় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৮ ব্যক্তিকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর এক অভিযানে নগরীর দেওয়ানহাট মোড় থেকে কদমতলী এলাকা পর্যন্ত ফুটপাত, নালা ও রাস্তা দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৯ ব্যবসায়ীকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

