আব্দুল করিম চট্টগ্রাম মহানগর
টিম নং-৩৪, ডিবি উত্তর বিভাগ, সিএমপি, চট্টগ্রাম এর অভিযানে ১৮/০৮/২০২২ খ্রিঃ ১১:৩০ ঘটিকা হতে ১৮/০৮/২০২২ খ্রিঃ ২২:৩০ ঘটিকা পর্যন্ত সিএমপি চান্দগাঁও, পাঁচলাইশ, কোতোয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় ১১ (এগারো)টি চোরাই সিএনজি চালিত অটোরিক্সা ও বিভিন্ন জাল কাগজপত্র, ৫টি নকল নাম্বার প্লেট, স্ট্যাম্পসহ চোর চক্রের ০৪(চার) সদস্য, যথাক্রমে ১। মোঃ সবুজ (২৯), ২। সজীব সিকদার প্রঃ সজীব বাবু (৫২), ৩। মোস্তফা রেজা প্রঃ ইয়ারু প্রঃ পেয়ারু (২৭), ৪। সাইফুল ইসলাম (৩০) গ্রেফতার হয়। উক্ত চোর চক্রের সদস্যরা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকা হতে সিএনজি অটোরিক্সা চুরি করে চট্টগ্রাম শহরে নিয়ে আসে। অতঃপর তাদের পূর্বনির্ধারিত গ্যারেজে চোরাই সিএনজি অটোরিক্সাগুলো টেম্পারিং করে ইঞ্জিন ও চেসিস নং পরিবর্তন করে অন্য কোন ইঞ্জিন ও চেসিস নম্বর বসিয়ে নকল রেজিষ্ট্রেশন/ডিজিটাল নম্বর প্লেটসহ বিভিন্ন ডকুমেন্টস তৈরী করে আসল বলে বিক্রি করে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সিএমপির চান্দগাঁও থানায় মামলা রুজু হয়েছে।
জনসচেতনতায় -
ল এনফোর্সমেন্ট এন্ড এডুকেশন প্রোগ্রাম
পাবলিক রিলেশনস এন্ড ইনফরমেশন, সিএমপি।


