সৎসঙ্গ বিহার পরিদর্শন করলেন সিএমপি কমিশনার





আব্দুল করিম চট্টগ্রাম মহানগরঃঃ
    
সৎসঙ্গ বিহার পরিদর্শন করলেন সিএমপি কমিশনার।অদ্য ২০/৮/২০২২ ইং তারিখ ১৪.২০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার) অত্র বাকলিয়া থানাধীন বাস্তুহারা ক্ষেতচর সাকিনস্থ সৎসঙ্গ বিহার পরিদর্শন করেন। উক্ত সময় অতিরিক্ত উপ - পুলিশ কমিশনার ( দক্ষিন ) , সিএমপি , চট্টগ্রাম , সহকারী পুলিশ কমিশনার ( চকবাজার জোন ) সিএমপি , চট্টগ্রাম সহ সৎসঙ্গ বিহারের সভাপতি তিমির কান্তি সেন , সেক্রেটারী আশিষ কুমার চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন ।


পরিদর্শনকালে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় সৎসঙ্গ বিহার কমিটির সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে মত বিনিময় করেন এবং বিহারে থাকা বিভিন্ন স্থাপনা , পুকুর , ফলজ ও বনজ বাগান পরিদর্শন করেন । পরিদর্শন ও আলোচনা শেষে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বিহারে ০১ টি আমরূপালী গাছ রোপন করেন।
Share on Google Plus

About alokitochattagramprotidin.com

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.